সবার সাথেই হেলেনার সখ্যতার রহস্য কী?

প্রকাশিতঃ 6:26 pm | July 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো

বহুল আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যখন যে ক্ষমতার মসনদে ছিলেন তার সঙ্গেই নীরব সখ্যতা গড়েছেন। একেকজনের কাঁধে সওয়ার হয়েছেন।

আরও পড়ুন: মন্ত্রী না হেলেনা, কার কথা ঠিক?

সুযোগ বুঝে সটকেও পড়েছেন। ফেসবুকে ছবি দিয়ে নিজের অবস্থান জাহির করেছেন। অনৈতিক নানা কর্মকান্ডের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন।

কিন্তু এবার বোধহয় আর শেষ রক্ষা হয়নি পলিটিক্যাল এই গ্ল্যামার গার্লের। ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ সংগঠনের সভাপতি পদ আঁকড়ে ধরতে গিয়ে নিজের কফিনে যেন শেষ পেরেকটিই ঠুকেছেন পাপিয়াদের কাতারে উচ্চারিত এই নারী।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটি থেকে অব্যাহতি প্রাপ্তির পর কুমিল্লা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকেও বাদ পড়েছেন। ফলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই তুলোধুনো হচ্ছেন চরমভাবে সমালোচিত এই হেলেনা।

আরও পড়ুন: মন্ত্রী মোজাম্মেল হকের সুপারিশেই উপ কমিটিতে পদ পান হেলেনা

বিএনপির দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া ও জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদের সঙ্গে নিজের পৃথক পৃথক ছবিকে ঘিরেও নেটিজেনরা মুখর সমালোচনায়।

জানা গেছে, সব সময় সরকারি দলের প্রথায় বিশ্বাসী হেলেনা। এক সময় জাতীয় পার্টি করতেন। বিশেষ ঘনিষ্ঠ ছিলেন এরশাদের। এক সময় এই সম্পর্ক নিয়ে নানান কানাঘুষাও ছিল।

এরপর ক্ষমতার পট পরিবর্তনের পর এরশাদকে ছেড়ে তারেকের স্নেহ আনুকূল্য পেতে আদাজল খেয়ে নেমে পড়েন। ঘটা করে বিএনপিতেও যোগ দিয়েছিলেন। খালেদার সঙ্গেও তার ছবি আছে।

বিএনপি-জাপা ছেড়ে নিজের অনৈতিকতার সাম্রাজ্যকে শক্ত অবস্থানে নিতে রাতারাতি আওয়ামী লীগের নাম ভাঙাতে শুরু করেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সুপারিশে দলে একটি পদও ভাগিয়ে নেন।

এফবিসিসিআই পরিচালক পদও নিজের বগলদাবা করেছেন এই লাস্যময়ী।

দেখা গেছে, হেলেনার এসব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে নানামুখী সমালোচনা হচ্ছে। তবে সবাই একবাক্যে হেলেনার গডফাদারদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবি করেছেন।

কালের আলো/এসকে/এমএম