আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি তবুও নানা উপায়েই ঢাকায় ঢুকছে মানুষ
প্রকাশিতঃ 3:09 pm | July 25, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
চলছে কঠোর লকডাউন। ঈদ পরবর্তী লকডাউনের তৃতীয় দিন রোববার (২৫ জুলাই)। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। কিন্তু সব বাঁধা উপেক্ষা করেই নানা উপায়ে মানুষকে ঢাকায় ঢুকতে দেখা গেছে।
অনেকেই পায়ে হেঁটে আবার অনেকেই রিকশা বা ভ্যানে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। এজন্য অবশ্য ওই যানবাহন চালকদের দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দিতে হচ্ছে।
সরেজমিনে গাজীপুরের শালনা ও চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের আগেভাগেই নেমে যাচ্ছেন লোকজন। এরপর পায়ে হেঁটে জরুরি প্রয়োজনের কথা বলে চেকপোস্ট পাড়ি দিচ্ছেন।
চেকপোস্ট এলাকায় দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা কালের আলোকে বলেন, ‘কঠোর বিধিনিষেধের দায়িত্ব পালন করে আসছি আমরা সকাল থেকেই। কারও সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেশিরভাগই জরুরি বা গুরুত্বপূর্ণ কাজের কথা বলছেন। তাই আমরা তাদের চেকপোস্টগুলো অতিক্রম করতে দিচ্ছি।’
একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন জোবায়ের হোসেন। তিনি যাচ্ছেন গাজীপুর থেকে মিরপুরে।
কালের আলোকে তিনি বলেন, ‘শনিবার পর্যন্ত ঈদের ছুটি থাকায় গ্রামে ছিলাম। আজ রোববার থেকে অফিস খোলা তাই ঢাকায় যাচ্ছি। বাস বা যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে ঢাকায় আসতে হয়েছে।
কালের আলো/এনএল/বিএন