ভারতের অক্সিজেন এক্সপ্রেস এখন বাংলাদেশে
প্রকাশিতঃ 12:10 am | July 25, 2021

কালের আলো সংবাদদাতাঃ
২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসে পৌঁছেছে।
ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার (২৪ জুলাই) রাত ১০টা ২১ মিনিটে অক্সিজেন এক্সপ্রেস যশোরের বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।
ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল থেকে চালু হয়। বিশেষ এই ট্রেন সার্ভিস ভারতে ৪৮০টি অপারেশন পরিচালনা করেছে।
প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই প্রথম অক্সিজেন সার্ভিস দিল। শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের পথে রওনা দেয়।
রাত সাড়ে ১০টায় বাংলাদেশ সীমান্তে পৌঁছে। করোনা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোতে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করে। ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, আজ শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে দুইশ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।
তিনি বলেন, ‘আমদানি করা অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নিতে হবে।’
সরকারের কাছে অক্সিজেনের শুল্ক উঠিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।
কালের আলো/বিএস/এমএম