চরম বিপর্যয়ে বাংলাদেশ, লড়ছেন সাকিব

প্রকাশিতঃ 8:46 pm | July 18, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৪১ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমেও কঠিন বিপদের মুখে আছে বাংলাদেশ। জিম্বাবুইয়ান বোলাররা চেপে ধরেছেন শক্ত করে। শেষ ১৫ ওভারে টাইগারদের জয়ের জন্য দরকার ৮৪ রান।

বাংলাদেশের ভরসা হয়ে আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে অপরাজিত আছেন ৫৮ রানে। আফিফ হোসেন ধ্রুব সঙ্গে ৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান।

এর আগে রান নেবে কি নেবে না, এই করতে করতেই উইকেটরক্ষক রেগিস চাকাভার দারুণ এক থ্রোতে আউট হলেন মোসাদ্দেক হোসেন (৫)। এরইসঙ্গে দলীয় ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

তামিম ইকবালের পর দ্রুত ফিরে যান লিটন দাশ। রিচার্ড এনগাভারার বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ২১ রানে ব্র্যান্ড টেইলরকে ক্যাচ দেন। ৩৩ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান তিনি। এরপর লুক জঙ্গের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত ফিরে যান মোহাম্মদ মিঠুন (২)। দলীয় ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ

সিরিজ নিশ্চিত করার ম্যাচে সাবধানী শুরু করে বাংলাদেশ। দশম ওভার পর্যন্ত দেখেশুনে খেলে। তবে সেই ওভারে লুক জঙ্গের করা তৃতীয় বলে কাট করতে গেলে সিকান্দার রাজার কাছে ক্যাচ দেন তামিম ইকবাল। ৩৪ বলে ২০ রান করেন টাইগার অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।

বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের শর্ট লেন্থের বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে লাট করেছিলেন স্বাগতিক দলের ওপেনার তিনাশে কামুনহুকামুই। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এদিকে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ব্রেন্ডর টেলর শরিফুলের বলে হিট উইকেট হন। জিম্বাবুইয়ান অধিনায়ক ৫৭ বলে করেন ৪৬ রান। পঞ্চম উইকেটে ম্যাধেভেরেকে নিয়ে বড় জুটিই গড়তে যাচ্ছিলেন ডিওন মেয়ার্স। কিন্তু সাকিবের ঘূর্ণিতে সেটা সম্ভব হয়নি। ব্যক্তিগত ৩৪ রানে সাকিবের বলে মাহমুদউল্লাহ হাতে সহজ ক্যাচ তুলে দেন মেয়ার্স।

নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে রীতিমতো আগুনে গোলা ছাড়েন শরিফুল ইসলাম। নিজের করা পরপর দুই ওভারে তিনটি উইকেট তুলে দেন। এ সময় তার বলে ফেরেন জিম্বাবুয়ের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ান ওয়েসলি ম্যাধেভেরে(৫৬), লুক জংউই(৮) এবং ব্লেসিং মুজারাবানি(০)।

আর ৪৪ বলে ৩০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কট বিহাইন্ড হন সিকান্দার রাজা। ৪ রানে চাতারা এবং ৭ রানে এনগারাভা অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন সাকিব আল হাসান।

কালের আলো/টিআরকে/এসআইএল