প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর ফের স্থগিত

প্রকাশিতঃ 9:13 pm | October 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর ফের স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর করার কথা ছিল।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর কালের আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগেও চলতি বছরের ৫ এপ্রিল ও ১২ এপ্রিল দুই দফা প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর করার কথা থাকলেও পরবর্তীতে সেটি স্থগিত করা হয়।  প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ থেকে ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন আধুনিক বিভাগীয় শহরের বিভিন্ন স্থাপনা ও দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল।

একই সঙ্গে তিনি প্রায় ৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল।

কালের আলো/ওএইচ