ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিতঃ 11:42 pm | September 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইঞ্জিন অচল হয়ে পড়ায় নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

শুক্রবার সকালে নেত্রকোনার ঠাকুরাকোণা এলাকায় একটি লোকাল ট্রেনের (২৬১৮) ইঞ্জিন অচল হয়ে পড়ে। পরে বন্ধ হয়ে যায় নেত্রকোনা-মোহনগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ।

রাত ১১টায় নেত্রকোনা স্টেশন মাস্টার রফি উদ্দিন জানান, বিকল্প একটি ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাতেই যোগাযোগ স্বাভাবিক হবে।

কালের আলো/ওএইচ