রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৮
প্রকাশিতঃ 2:58 pm | June 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের আটক করা হয়।
শনিবার (১২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৬ পিস ইয়াবা, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ইফতেখায়রুল ইসলাম।
কালের আলো/আরএস/এমএইচএস