ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

প্রকাশিতঃ 11:23 pm | June 11, 2021

কালের আলো সংবাদদাতাঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ১২ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে জেলার কোম্পানীগঞ্জে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার নেয়ার কথা বলে ১২ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যান দালাল চক্র। সেখানে তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।

আটক রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকা চুক্তিতে তাদের আগের বাসস্থান কক্সবাজারে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার (১১ জুন) ভোরে এখানে নামিয়ে দিয়ে চলে যান তারা।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটককৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে।

তিনি জানান, আটককৃত রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল