হাইকোর্ট প্রাঙ্গণে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা কাল
প্রকাশিতঃ 11:34 pm | April 14, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর প্রথম জানাজা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাইকোর্টে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা হবে। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি।
মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
কালের আলো/টিআরকে/এসআইএল