লাল-সবুজের ঔজ্জ্বল্যে ব্রিজবেন, বাঙালি জাতির গৌরব-বীরত্বের অনন্য উপস্থাপন (ভিডিও)

প্রকাশিতঃ 10:11 pm | March 22, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

স্টোরি ও ভিক্টোরিয়া নামের নির্বাক দু’টি ব্রিজ। এখন সেখানেই ঝলমল করছে লাল-সবুজের আলো। যেন এক মোহনীয় রূপ। এই আলোর ঔজ্জ্বল্যই মনে করিয়ে দিচ্ছে বাঙালি জাতির জীবনের সবচেয়ে আলোচিত, শৃঙ্খলমুক্তির অহঙ্কারের শাশ্বত স্মৃতি।

আরও পড়ুন: দাঁড়িয়ে শিল্পীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, কন্ঠ মেলালেন শেখ রেহানা

হ্যাঁ, ভিন্ন আমেজের, ভিন্ন সাধের আর ভিন্ন অনুভূতির গৌরব ও বীরত্বগাঁথার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজের চোখধাঁধানো আলোকচ্ছ্বটায় উচ্ছ্বল-প্রাণবন্ত করে তোলা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিজবেনের এই দু’টি ব্রিজকে।

হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙা ও বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণার উদ্বেলিত আনন্দের মাত্র চারদিন আগে বিজয়ের আলোয় রাঙিয়ে তোলা হয়েছে স্টোরি ও ভিক্টোরিয়া ব্রিজটিকে। সোমাবার (২২ মার্চ) স্থানীয় সন্ধ্যার আগে লাল-সবুজ রঙের আলোয় ঐতিহাসিক এই দু’টি স্থাপনা হয়ে উঠেছে নয়নাভিরাম।

ব্রিজ দু’টির দুই পাশে শুধুই সবুজ আর মাঝখানে লাল রঙের বাতি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলার আত্নমর্যাদার পতাকাকেই যেন নান্দনিক ও মোহময়তার আবেশে উপস্থাপন করা হয়েছে বৈশ্বিক পরিমন্ডলেও।

‘লাইট আপ ব্রিজবেন’ শীর্ষক আলোকসজ্জার এই নিখাদ কর্মযজ্ঞটির বাস্তবায়ন করেছে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিজবেন (ব্যাব)। মূল কনসেপ্ট ও উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ড: যীশু দাস গুপ্ত। অনিন্দ্যসুন্দর এমন আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রিজবেন সিটি কাউন্সিল।

ঐতিহাসিক ব্রিজ দু’টিকে ঘিরে লাল-সবুজের আলোর দৃশ্য পথচলতি মানুষকেও একপলকের জন্য থমকে দাঁড় করাচ্ছে। আলো ঝলমলে এমন বাস্তবিক উপাখ্যান নির্ভার আনন্দধারায় ভাসিয়েছে বীরের জাতি বাঙালি প্রবাসীদেরও। হৃদয়ের মর্মমূলের প্রাণোচ্ছলতাকে স্মৃতির পাতায় ধরে রাখতে যে যার মতো করে স্থিরচিত্র ও ভিডিও ধারণ করতে ছুটছেন স্টোরি আর ভিক্টোরিয়ায়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিজবেনের (ব্যাব) সাধারণ সম্পাদক তাহসিন আলী কালের আলোকে বলেন, ‘অষ্ট্রেলিয়ার ইতিহাসে এমন আয়োজন এবারই প্রথম। এখানকার স্থানীয় সরকারের সহায়তায় আড়ম্বরপূর্ণ এমন আয়োজন প্রবাসী বাঙালিদের জীবনে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হওয়ার বার্তা দিচ্ছে।’

২৬ মার্চ ব্রিজবেনে উড়বে লাল-সবুজের পতাকা
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারক লাল-সবুজের সমুজ্জ্বল পতাকা। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জীবনপণ সশন্ত্র লড়াইয়ের মাধ্যমে বীর বাঙালি জাতি পেয়েছে লাল-সবুজের পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সঙ্গে যুগপৎভাবেই এবার পালিত হচ্ছে পিতা মুজিবের জন্মশতবার্ষিকী।

প্রাণের সেই আবেগকে ধারণ করেই এবার অষ্ট্রেলিয়ার মাটিতেও মহান স্বাধীনতা দিবসে উড়বে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীকী প্রাণপ্রিয় পতাকা। শহীদের রক্তঋণে কেনা পতাকার গৌরবে উজ্জ্বল হয়ে উঠবে গোটা ব্রিজবেন।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিজবেনের (ব্যাব) সাধারণ সম্পাদক তাহসিন আলী কালের আলোকে জানান, ব্রিজবেনে রাষ্ট্রীয়ভাবে ২৬ সে মার্চ উত্তোলন করা হবে বাংলাদেশের পতাকা। এই পতাকা উত্তোলন হবে ব্রিজবেরে প্রাণকেন্দ্র ব্রিজবেন টাউন হলে। এরই মাধ্যমে বাঙালি জাতির সূর্য সন্তানদের অষ্ট্রেলিয়ার মাটিতেও গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হবে।’

কালের আলো/এমএএএমকে