সস্ত্রীক করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি
প্রকাশিতঃ 6:47 pm | March 10, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
বুধবার (১০ মার্চ) রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন।
কালের আলো/ডিএসবি/এনএল