আইজিপি’র সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিতঃ 8:00 pm | February 24, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার(২৪ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্যরা বিএনপি গঠিত “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি” এর ব্যানা‌রে মার্চ মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচি পালনের অনুমতি এবং অনুষ্ঠান সংক্রা‌ন্তে নিরাপত্তা প্রদান বিষয়ে আইজিপির সাথে আলোচনা করেন।

আলোচনা শেষে আইজিপি প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠানস্থলের জন্য পৃথক পৃথকভাবে ঢাকায় ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেয়ার পরামর্শ দেন। অনু‌মো‌দিত হ‌লে ক‌রোনা প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় ইনডোরে অনুষ্ঠান আয়োজন এবং চলমান করোনাভাইরাস মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান আই‌জি‌পি।

বিএন‌পি চেয়ারপার্স‌নের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোঃ আব্দুস সালাম, বিজন কান্তি সরকার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) জয়নুল আবেদীন প্র‌তি‌নি‌ধি দ‌লে উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এমএম