সন্ত্রাস মোকাবেলায় ভূমিকা রাখবে ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 9:04 pm | July 19, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ই-পাসপোর্টের মাধ্যমে পাসপোর্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যে কোনো দেশে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জার্মানির সঙ্গে ই-পাসপোর্ট বাস্তবায়ন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শেষে এ কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইলস অ্যানেন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ই-পাসপোর্ট বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এরপর পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও জার্মান প্রতিষ্ঠান ভেরিডোজ জিএমবিএইচ এর সিইও চুক্তি স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রতীকী ই-পাসপোর্ট তুলে দেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।
কালের আলো/এমএস