কাঙ্খিত সাফল্য নেই ময়মনসিংহের সেরা কলেজগুলোর রেজাল্টে, কমেছে পাসের হার ও জিপিএ-৫
প্রকাশিতঃ 7:37 pm | July 19, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার কাঙ্খিত সাফল্য পায়নি ময়মনসিংহের সেরা কলেজগুলো। গেল বছরের তুলনায় বেশীরভাগ কলেজেই পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।
বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা গেছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন ৪৯ জন পরীক্ষার্থী। পাস করেছেন সবাই। তবে জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। অথচ গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৫০ জনের মধ্যে ৪৫ জন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪২ জন। পাস করেছেন ১ হাজার ২০৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। এই কলেজে গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ২৯ শতাংশ।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৯৫০ ছাত্রী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯৫ জন। পাস করেছেন ৯৩৩ জন। পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। এই বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছর এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ২৩৮ জন শিক্ষার্থী।
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৯২৭ শিক্ষার্থী। পাস করেছেন ৮০৩ জন। পাসের হার ৮৬ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। গত বছর এই কলেজে পাসের হার ছিল ৮৮ দশমিক ৯১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ২৭৪ জন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৭৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন। পাস করেছেন ৭০০ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ। এই কলেজে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯৭ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গত বছরের তুলনায় চলতি বছর জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। এ বছর এই কলেজ থেকে অংশ নেন ৫০৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। মোট পাস করেছেন ৪৯৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।
এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজে গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার তবে কমেছে জিপিএ-৫। ৪৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৩৭ জন। পাসের হার ৯৩ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। গত বছর কলেজে পাসের হার ছিল ৭৯ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ জন।
নটরডেম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৭৭৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৬৮৯ জন। পাসের হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। অথচ গত বছর পাসের হার ও জিপিএ-৫ পেয়েছিলেন ৯৭ দশমিক ৪ শতাংশ ও ১২৪ জন।
রয়েল মিডিয়া কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৬৭০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। পাস করেছেন ৫৯৪ জন। পাসের হার ৮৮ দশমিক ৬৬ শতাংশ। এই কলেজে গত বছর ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। এ বছর এই কলেজ থেকে অংশ নেন ৭৬৮ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৬৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। পাসের হার ৮৬ দশমিক ৭২ শতাংশ।
কালের আলো/ওএইচ