সিলেটে র্যাবের পৃথক অভিযানে আটক ৪
প্রকাশিতঃ 6:43 pm | July 07, 2020

কালের আলো সংবাদদাতা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) এর পৃথক অভিযানে ৪ জন পলাতক আসামী আটক হয়েছেন। আটককৃতরা হলেন- মাসুক মিয়া, ইল্লাখ আলী, আবুল কালাম আজাদ ও সাজুল ইসলাম আসিফ।
র্যাব জানায়, মঙ্গলবার(০৭ জুলাই) সিলেট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম ও সহকারি পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে পৃথক অভিযানে শাহপরান ও কোতোয়ালী থানা থেকে এজাহারভুক্ত দুইজন পলাতক আসামী আবুল কালাম আজাদ ও সাজুল ইসলাম আসিফকে আটক করে।
অপরদিকে র্যাব-৯ এর সিপিসি-১ অপারেশন কমান্ডার কামরুজ্জামানের নেতৃত্বে সিলেটের ওসমানীনগর থানা থেকে এজাহারভুক্ত পলাতক আসামী মাসুক মিয়া ও ইল্লাখ আলীকে আটক।
মামলাগুলো তদন্তে থাকায় আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
কালের আলো/এসবি/এমআরকে