লকডাউনে খাবার সঙ্কটে বানর, এগিয়ে আসলেন ছাত্রলীগ নেতা

প্রকাশিতঃ 1:03 pm | May 13, 2020

কালের আলো সংবাদদাতাঃ

মহামারি করোনা ভাইরাসের লকডাউন মানুষের পাশাপাশি খাবার সংকটে পড়েছে বনের পশুপাখিরাও। বিশেষ করে লোকালয়ের কাছাকাছি বাস করা বানরগুলো পড়েছে মহাবিপদে। বাজার, দোকানপাট বন্ধ থাকায় খাবার সংকটে অনাহারে দিন পার করছে এসব অবলা প্রাণী।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরমী বাজারের বানরগুলো তেমনি খাবার সংকটে রয়েছে।

এমতাবস্থায় স্বামী বিবেকানন্দের ‘জীবে প্রেম করে যেই জন/সেই জন সেবিছে ঈশ্বর’ অমর বাণীতে সাড়া দিয়ে বানরগুলোর খাবারের ব্যবস্থা করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসব অসহায় প্রাণীকুলের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

বরমি বাজারের শতাধিক বানরের জন্য কলা রুটি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছে তারা।

ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ মানুষের পাশাপাশি অভুক্ত প্রাণীগুলোর পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এসব অভুক্ত বানরের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। সবাই এগিয়ে আসলে এই বানরগুলো আর না খেয়ে থাকবে না।

কালের আলো/এসআর/এমএম