ময়মনসিংহে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ 4:43 am | May 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে রাজন (৩২) নামে) শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও কনস্টেবল কাউসার।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে শহরের পুরোহিতপাড়া রেলও‌য়ে ক‌লোনী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৪’শ পিস ইয়াবা, ‌তিন‌টি গু‌লির খোসা, একটি চাই‌নিজ কুড়াল ও একটি ধারা‌লো হাসুয়া উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় ময়মন‌সিং‌হের শীর্ষ মাদক ব্যাবসায়ী আলালসহ কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে দুইটার দিকে ডিবি’র ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী রাজন গুলিবদ্ধ হয় ও অন্যান্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ রাজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে আহত ডিবি’র ওসি আশিকুর রহমান ও কনস্টেবল কাউসারকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজনের বিরুদ্ধে থানায় আট থেকে নয়টি মাদকদ্রব্য মামলা রয়েছে।

কালের আলো/ওএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook