কাউন্সিলর ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

প্রকাশিতঃ 7:39 pm | February 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: আসিফকে বুকে জড়িয়ে বৃদ্ধ বললেন ‘স্বপ্ন পূরণ করবা তুমিই’

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীরা।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিক বিপুল ভোটে জয়ী হন। এজন্য তিনি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি এসেছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এ স্বাধীনতা, এদেশ বঙ্গবন্ধুর অবদান। এক সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন ছিল তার। আমরা সবাই মিলে সেই সোনার বাংলা গড়ে তুলবো।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলার রাজধানী হবে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। সবাইকে নিয়ে আমরা সেই ঢাকা গড়ে তুলবো।

টানা দুইবার ডিএনসিসির মেয়র হয়েছেন আতিকুল ইসলাম। পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

কালের আলো/বিআর/এমএইচএ