আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিতঃ 8:02 pm | January 13, 2020

কালের আলো প্রতিবেদক:

সাভারের আশুলিয়ার গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। সন্দেহ করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক বিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গি আস্তানার খবর পেয়ে সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলা হয়। উদ্ভূত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং একজনকে আটক করা হয়েছে।

কালের আলো/বিআর/এমএম