মহান মে দিবসে জাতীয় শ্রমিক জোটের শোভাযাত্রা

প্রকাশিতঃ 1:53 am | May 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শ্রমিকদের নুন্যতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে ময়মনসিংহে বিশাল শোভাযাত্রা করেছে জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখা।

মঙ্গলবার (০১ মে) সকালে জেলা জাসদ কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের জাসদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে এক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো: শামসুল আলম খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। এ শোভাযাত্রার উদ্বোধন করেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সন্দীপ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন ফরাজী, গোলাম সারোয়ার মাষ্টার, হুমায়ুন কবির তারা, কেন্দ্রীয় শ্রমিক জোটের নেতা মোফাজ্জল হোসেন মায়া, হযরত আলী, শহীদুল্লাহ, শ্রমিক নেতা বিকাশ, আইয়ুব আলী প্রমুখ।

কালের আলো/ওএইচ