ময়মনসিংহে ২৭তম বিসিএস ফোরামের আঞ্চলিক সম্মেলন

প্রকাশিতঃ 9:29 pm | April 27, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে ২৭ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের আঞ্চলিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে ‘ব্রহ্মপুত্র ভ্যালি মিলনায়তনে’ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘মনের গহনে আছে প্রত্যয়-আছে দৃঢ়তা, সাতাশ মানে বন্ধন বিনিসূতোয় গাথা’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলা থেকে সাতাশ বিসিএস’র (সাধারণ শিক্ষা) কর্মরত শিক্ষকমন্ডলীরা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ অঞ্চলের সভাপতি এ.কে.এম মাকসুদুল আলমের সঞ্চালনায় প্রথমে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান জাহিদ। তিনি বলেন- বন্ধুত্বই শক্তি, সাতাশ মানে শক্তি, একতাই শক্তি। সাতাশ বিসিএস-এ সাধারণ শিক্ষা ক্যাডার একটি পরিবার। আমরা একে অপরের বিপদে পাশে আছি, থাকবো।

বক্তব্য রাখেন- ময়মনসিংহ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ছামিয়ুন বাছির, সহকারি অধ্যাপক মোহাম্মদ শাকিল, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারি অধ্যাপক ড. সিরাজুল হক, কামরুল হাসান প্রমুখ।

আলোচকরা সংগঠনের কার্যক্রমকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়াও গুণগত মানোন্নয়নে কার্যকর অবদান রাখতে বার্ষিক শিক্ষা সফর ও একটি কো-অপারেটিভ সংগঠন করারও তাগিদ দেন তারা।

এর আগে, সকাল ১০টায় কুরআন তেলাওয়াত ও পরিচিতি পর্বের মাধমে সম্মেলন শুরু হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৈয়ব হোসেন সরকার সম্মেলনের বিস্তারিত তুলে ধরে বলেন, আমরা সাতাশ বিসিএস আর দুই বছর পর একদশক উদযাপন করবো, আর সেখানে আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়গুলো উঠে আসবে।

সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি দাউদ হোসেন রাজা বলেন, ময়মনসিংহ অঞ্চলের মানুষ সাহিত্য প্রেমিক, সাহিত্যকে মনে প্রাণে ভালোবাসেন তারা। সহযোগিতা, সহমর্মিতা ধারন করেই এ ফোরামের পথ চলা, আমরা সংগঠনটিকে এগিয়ে নিয়ে সারাদেশকে দশটি অঞ্চলে ভাগ করে কার্যক্রম এগিয়ে নিচ্ছি, আমরা আপনাদের সকল কাজে পাশে চাই, সকলের হয়ে কাজ করতে চাই।

পরে তিনি ময়মনসিংহ অঞ্চলের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন।

 

কালের আলো/ওএইচ