সবাইকে দিয়ে সব কাজ হয়না!

প্রকাশিতঃ 10:25 am | December 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

মানুষের নিজের যোগ্যতা সম্পর্কে ধারনা থাকতে হয়,তেমনি দায়িত্বশীলদের কোথায় কাকে কাজে লাগাবে সেই গুনবিচারের ক্ষমতা থাকতে হয়।বলিউড সুপারষ্টার সালমান খান ও ক্যাটরিনার সাথে সনুনিগমকে এনে বিপিএলের উদ্ধোধনকে জমকালোরুপ দিলেও এক অযোগ্য দম্পতিকে উপস্হাপনায় দিয়ে আনন্দ বিষাদ করে দিয়েছে।

এমন উপস্হাপক কোন ছোট অনুষ্টানেও দেখা যায়নি,অথচ এতোবড় ইভেন্টে কোথা থেকে কুড়িয়ে আনা হলো বুঝিনা! যারা উপস্হাপক হয়েছিলেন বাপরে! যেমন পোশাক তেমন তাদের উপস্হাপনা! ক্ষেতেরও দাম আছে, এদের সে উপস্হাপন মূল্য নেই! সবাইকে দিয়ে সব কাজ হয়না। সবাইকে বললেই সব নিতে হয়না।

আরেকপক্ষের বিতর্ক করতেই হবে, সালমানদের এনে চেতনা শেষ। বাংলা ভাষা! বিজয়ের মাসে উৎসবে এদের আনাই সঠিক। জৌলুস আনন্দ বর্নাঢ্য হয়েছে। দেশের টিভি নাটকে যে ভাড়ামি, সিনেমার যে দুর্দশা তার উন্নয়ন নিয়ে ভাবুন। রক্তে পাওয়া বাংলা মায়ের কাছে সব ভাষাই সম্মানের। সব সংস্কৃতি বিনোদনের, চিত্তের আনন্দের।

কালের আলো/এফআর/এমএম