ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে হত্যা

প্রকাশিতঃ 8:36 pm | April 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে চাঞ্চল্যকর রবিন (২৪) হত্যা মামলার প্রধান আসামি দিহানকে (২৩) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিহানের বাবা আব্দুস সালাম অভিযোগ করে বলেন, শনিবার (১৪ এপ্রিল) নগরীর সেহড়া মুন্সীবাড়ি এলাকায় সুজন, আকাশ ও শামীমসহ কয়েকজন যুবক দিহানকে ডেকে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে রবিন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন দিহান। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মূলত রবিন হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই রবিনের লোকজনই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি মাহমুদুল।

 

কালের আলো/এসএ