পহেলা বৈশাখে ময়মনসিংহে ১২ ওয়াচ টাওয়ার, জয়নুল উদ্যানের আশেপাশে সিসি ক্যামেরা
প্রকাশিতঃ 7:15 pm | April 10, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:
পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নগরীর বিভিন্ন পয়েন্টে থাকবে পুলিশের ১২টি ওয়াচ টাওয়ার।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত এক সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, পহেলা বৈশাখের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নগরীর জিরো পয়েন্ট থেকে জয়নুল উদ্যান, টাউন হল মোড় থেকে র্যাব অফিস হয়ে উদ্যান পর্যন্ত এবং উদ্যান থেকে কাঁচিঝুলি মোড় পর্যন্ত উচ্চ রেজ্যুলেশন ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে।
এসব পয়েন্টে ১২টি ওয়াচ টাওয়ার বসানো হবে। ওয়াচ টাওয়ার থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পুলিশ সদস্যরা সবকিছু নজর রাখবেন। এছাড়াও নগরীতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।
পহেলা বৈশাখের মেলায় ভুভুজেলা-মুখোশ ব্যবহার করা যাবে না এবং মোটর সাইকেলেও একাধিক ব্যক্তি চলাফেরা করতে পারবেন না বলে জানান পুলিশ সুপার।
নিরাপত্তা সংক্রান্ত এ সভায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমির আহম্মেদ চৌধুরী রতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হানুল ইসলাম প্রমুখ।
সভা শেষে জেলা পুলিশ সুপার নুরুল ইসলাম পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উদযাপনের জন্য জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমির আহম্মেদ চৌধুরী রতনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।