সারাদেশে পূজা-পার্বণ সাড়ম্বরে পালন করা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 8:59 pm | October 07, 2019

কালের আলো প্রতিবেদক, কালের আলো:
সারা দেশে শান্তি শৃঙ্খলার সঙ্গে ও সাড়ম্বরে পূজা-পার্বণ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সারা দেশে পূজা-পার্বণ শান্তি শৃঙ্খলার সঙ্গে ও সাড়ম্বরে পালন করা হচ্ছে।’
সোমবার (৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যেমন দুর্গা উৎসব পালন করা হচ্ছে, আগামীতে আরও আনন্দ উৎসবের মধ্যে সব ধর্মের লোকজন যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় কার্যাদি পালন করে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সব ধর্মের লোকজন তাদের যার যার ধর্মের অনুষ্ঠানাদি যথাযথভাবে পালন করতে পারছেন।’
দুপুরে টুঙ্গিপাড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদরসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমবিও