গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন

প্রকাশিতঃ 10:37 am | September 13, 2019

কালের আলো প্রতিবেদক:

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার মাইওয়ান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

সকাল সোয়া ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কালে রআলো/বিআর/এমএম