শুদ্ধাচার পুরস্কার দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিতঃ 12:07 am | August 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দিতে চালু করা হয়েছিল জাতীয় শুদ্ধাচার পুরস্কার। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিন কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম পুরস্কার হিসেবে তিনজনকে সনদ ও ক্রেস্ট দেন। এছাড়া তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, দপ্তর/সংস্থা প্রধান পর্যায়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, ১ম-১০ম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রউফ মিয়া ও ১১তম-২০তম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের (গ্রহণ ও প্রেরণ শাখার) সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর লিজা আক্তার।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করে। নীতিমালা অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯টি সূচক বিবেচনায় নিয়ে শুদ্ধাচার পুরস্কার দেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারী নির্বাচন করা হয়।

কালের আলো/বিও/এমআর