কক্সবাজারে বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতে নিহত ৪
প্রকাশিতঃ 9:24 am | August 03, 2019

কালের আলো প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ও নিজেদের মধ্যে গোলাগুলিতে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
শনিবার(৩ আগস্ট) ভোরে টেকনাফের নুরুলঘোড়া পাহাড়ে ও মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার ভোর ৪টার দিকে টেকনাফের নুরুল্লাগুনা নামক পাহাড়ে এক দল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর গুলি চালায় ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ৩ জন নিহত হন।
অপরদিকে শুক্রবার(২ আগস্ট) রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলেও জানান ওসি।
নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি এলাকার মাদক ব্যবসায়ী ইমরান মোল্লা এবং টেকনাফের রোহিঙ্গা শীর্ষ ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী জুনায়েদ, আয়ুব, মেহেদী।
কালের আলো/এনএল/এমআর