সোমবার থেকে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে : মেয়র আতিক
প্রকাশিতঃ 11:14 pm | July 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সোমবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ডিএনসিসির আওতায় ৫২ স্বাস্থ্য কমেপ্লেক্সে সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
শুক্রবার(২৬ জুলাই) মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।
মেয়র জানান, পাঁচটি মাতৃসদনসহ ৫২ স্বাস্থ্য কমেপ্লক্সে রোববার ডেঙ্গু পরীক্ষার যন্ত্র সরবরাহ করা হবে। নাগরিকরা সোমবার থেকে বিনামূল্যে এ সেবা নিতে পারবেন।
এসময় তিনি দুই বাড়ির মাঝখানে নোংরা ও তালা লাগানো জায়গা, বাসা-বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পরিষ্কারের নির্দেশ দেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, মশক নিধনকর্মীদের ট্রাকার লাগিয়ে মনিটরিং করা হবে। কর্মীরা এলাকায় না গেলে তাকে জানানোর নির্দেশও দিয়েছেন মেয়র।
এসময় তিনি নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
এ সময় এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রী কার্যালয়ের সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রাথমিক ও গণশিক্ষা জ্যেষ্ঠ সচিব এম সোহরাব হোসেন, সচিব আকরাম হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এনএল/এমএম