ধান সংগ্রহে ডিসিদের কার্যক্রম জোরদারের নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রকাশিতঃ 11:59 am | July 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কৃষকদের থেকে ন্যায্যমূল্য নিশ্চিতে ধান সংগ্রহে জেলা প্রশাসকদের (ডিসি) কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, আমরা ধান কিনছি, এবার চার লাখ টন (বোরো) ধান কিনব। অথচ গতকাল পর্যন্ত এক লাখ ১৫ হাজার টন ধান কেনা হয়েছে। ওনারা (ডিসি) সাহায্য করছেন, সেটা আরও জোরদার করার জন্য এবং আমাদের লোকেরা যাতে আরও বেশি অ্যাকটিভ হয়, ডিসি সাহেবরা যাতে নির্বাহী অফিসারদের মাঠে নামিয়ে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারেন, সে জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, আরেকটি নির্দেশনা হলো, প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে, সে জন্য তাদের আরও কঠোর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে এখন খাদ্যের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। শুধুমাত্র খাদ্য গুদামে না, ত্রাণের খাদ্যও মজুদ আছে। বন্যা সংক্রান্ত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, এখন অন্য কোনো ফসল লাগানোর সময় না। কেবলমাত্র ধান লাগানোর মৌসুম। বন্যার পানি নেমে গেলে ঠিকই ধান লাগাতে পারবেন কৃষকেরা।

সম্মেলনে কাজ করার ক্ষেত্রে ডিসিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন- এমন কোনো অভিযোগ করেননি বলেও জানান খাদ্যমন্ত্রী।

কালের আলো/এনএল/এমএইচএ