এরশাদের মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনারের শোক
প্রকাশিতঃ 9:27 pm | July 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
রোববার (১৪ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক শোকবার্তায় বলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি। এরশাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন হাইকমিশনার।
প্রসঙ্গত, রোববার(১৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কালের আলো/এআর/এমএম