বগুড়ায় জামানত হারালেন জাপার সাবেক চিফ হুইপসহ ৫ প্রার্থী

প্রকাশিতঃ 8:50 pm | June 25, 2019

কালের আলো প্রতিবেদক:

সদ্য সমাপ্ত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ফলাফল অনুযায়ী বিরোধী দলের সাবেক চীফ হুইপসহ পাঁচজন প্রার্থী জামানত হারালেন। নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ড. মনসুর রহমান এবং দুই স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মণ্ডল ও সৈয়দ কবির আহমেদ মিঠু। এদের মধ্যে সৈয়দ কবির আহমেদ মিঠু ভোটের ক’দিন আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

অবশ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মহাজোটের প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে লড়ে নুরুল ইসলাম ওমর ৪০ হাজার ৩৬২ ভোট পেয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ ৭০ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। ওই দফায় জামানত হারানো থেকে রক্ষা পেলেও এবারের উপ-নির্বাচনে অংশ নিয়ে জামানত খোয়ালেন এই সাবেক এমপি।

মঙ্গলবার(২৫ জুন) রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ না পাওয়ায় নিয়ম অনুযায়ী ওই পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রার্থিতার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া জামানত ফেরত পেতে প্রার্থীদের প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ বা ১৬ হাজার ৭৩৪ ভোট পেতে হতো। কিন্তু বগুড়ায় প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে পাঁচজনই ওই পরিমাণ ভোট পাননি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রয়োজনীয় ভোট অর্জন করতে না পারায় ওই পাঁচ প্রার্থী জামানত হিসেবে নির্বাচন কমিশনে যে ২০ হাজার টাকা করে জমা দিয়েছিলন তা বাজেয়াপ্ত হয়ে গেছে।

কালের আলো/এনএ/এমএম