বিএনপি জাতীয়তাবাদী নয়, অবৈধ ও জামায়াতিবাদী দল : ফজিলাতুন্নেসা ইন্দিরা
প্রকাশিতঃ 8:13 pm | June 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি অবৈধ ও জামায়াতিবাদী দল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।
তিনি বলেছেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি অবৈধ দল। এটি জাতীয়তাবাদী দল নয়, এটি একটি জামায়াতিবাদী দল।
মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ করেন।
ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, এই অবৈধ দলের নেতারা সংসদে এসে এই সংসদকে অবৈধ করেছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। এই সংসদে বিএনপির সদস্যরা ধর্মের কথা বলেছেন। জিয়া সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে ৩২০টি মদের লাইসেন্স দিয়েছিলেন। এসব করেই তিনি যুব সমাজকে ধ্বংস করেছিলেন।’
ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, আসলে বিএনপি ইসলাম মানে না, বিএনপি মানে জামায়াতে ইসলামকে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও কো-চেয়ারম্যান- মা-ছেলে দুজনই এতিমের টাকা মেরে খেয়ে সাজাপ্রাপ্ত। এ কারণেই আজ বিএনপির এই অবস্থা। বিএনপির দুঃশাসন, দুর্নীতি, নারী নির্যাতনের কথা এদেশের মানুষ এখনও ভুলেনি।
‘জিয়া বহুদলীয় গণতন্ত্রের কথা বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা না, বহুদলীয় গণতন্ত্রের নামে প্রতারণা করেছিলেন,’ অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেত্রী।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।
কালের আলো/এআর/এমএম