মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধে’ জয়ী হতে চান আইজিপি
প্রকাশিতঃ 7:37 pm | June 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
তিনি বলেছেন, জনগণের সহায়তায় পুলিশ ইতিমধ্যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছে। বর্তমানে আমাদের টার্গেট মাদক নির্মূল করা।
আরও পড়ুন: স্বচ্ছ ও মেধানির্ভর নিয়োগ চান আইজিপি, আঁটঘাট বেঁধে নেমেছেন এসপিরাও
আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য চাই। কেননা জনগণের সম্পৃক্ততা ছাড়া পৃথিবীতে কোনো দেশের পুলিশ সাফল্য অর্জন করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমরা যেসব তথ্য পাই তার ৯৯ ভাগ তথ্য দেয় জনগণ। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।’
পাশাপাশি পারিবারিক শিক্ষা ও সামাজিক সুরক্ষা ছাড়াও মাদক নির্মূল কোনভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেন এ পুলিশ মহাপরিদর্শক। আইজিপি বলেন, জঙ্গি দমনে যেমনভাবে কাজ করা হয়েছে তেমনি মাদক নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ। মাদক নির্মূলে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদক বিক্রির সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে পুনর্বাসনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পদ্ধতি চলমান থাকলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান তিনি।

সোমবার (২৪ জুন) দুপুরে ফরিদপুরে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশ প্রধান এসব কথা বলেন। স্থানীয় পুলিশ লাইনস মাঠে এই সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশ। সভায় মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দেওয়া ৭৫ জন পুরুষ ও ৮ জন নারীর কর্মসংস্থানের জন্য রিকশা-ভ্যান ও সেলাই মেশিন দেওয়া হয়।
আরও পড়ুন: পুলিশ কনস্টেবল নিয়োগে কঠোর আইজিপি, থাকছে নিজস্ব গোয়েন্দা টিম
‘উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর এক অবাক বিস্ময়’ জানিয়ে আইজিপি বলেন, এ উন্নয়নের ম্যাজিশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কিছু কিছু অমানুষ এ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা আমাদের মাদক দিয়ে, সন্ত্রাস দিয়ে, জঙ্গি দিয়ে ফাঁসিয়ে দিতে চাইছে। তাঁরা চায় না এ দেশের উন্নয়ন হোক।’
পুলিশ জনগণকে টেকসই নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে পুলিশ প্রধান বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই শান্তি। আর টেকসই শান্তি আসে টেকসই নিরাপত্তা থেকে।

জঙ্গি দমনে পুলিশ শতভাগ সফল জানিয়ে আইজিপি বলেন, মাদকের সঙ্গে যেই জড়িত হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। এমনকি পুলিশ সদস্যও ছাড় পায়নি। জঙ্গি দমনে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশের বিশেষ টিম। জঙ্গি তৎপরতা রোধে দেশ এবং বিদেশে গুরুত্বপূর্ণ অর্জনও রয়েছে।
মাদক প্রতিরোধে পুলিশের প্রচেষ্টার একটি ছোট্ট উদাহরণ দেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি জানান, গত এক বছরে ফরিদপুরে মোট মামলা হয়েছে ৩ হাজার ১৬২টি। অথচ এর মধ্যে শুধু মাদকের মামলাই হয়েছে ১ হাজার ৬৩১টি।
আইজিপি ফরিদপুর পুলিশ লাইনস-এ নারী পুলিশ ব্যারাকসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় তিনি ব্যারাকের সামনে একটি গাছের চারা রোপণ করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘দেশে মাদক ব্যবসায়ীর সংখ্যা সাড়ে ৩ লাখ। ফরিদপুরে মাদক ব্যবসায়ী রয়েছে ৩ হাজার। এদের সুপথে আনা ও নির্মূলের ব্যাপারে আমাদের কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. জাকির হোসেন খান বলেন, ‘পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না। আমার বিরুদ্ধে যদি এ অভিযোগ থাকে, তাহলে তা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।’
সমাবেশে ফরিদপুর কমিউনিটি পুলিশের আহ্বায়ক অধ্যাপক শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
কালের আলো/কেএএই/এমএইচ