রেকর্ড জয়ে টাইগারদের বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন
প্রকাশিতঃ 3:33 pm | June 18, 2019

কালের আলো ডেস্ক:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ জুন) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
মাশরাফি-সাকিবদের অভিনন্দন জানিয়ে তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয় তুলে নেয় বাংলাদেশ। উইন্ডিজদের ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫১ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফির দল।
কালের আলো/ওএইচ