টাইগারদের মেয়র আতিকের অভিনন্দন

প্রকাশিতঃ 10:29 am | June 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার(১৭ জুন) ইংল্যান্ডের টনটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ খেলা উপহার দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় লাভ করায় তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও ভালো খেলে জয়ের এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, সোমবার(১৭ জুন ) সাকিব আল হাসানের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের ফিফটির সঙ্গে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের যোগ্য দুইটি ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩২১ রানের সংগ্রহটা মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখেই টপকে জয় তুলে নেয় বাংলাদেশ।

কালের আলো/এআর/এমএম