মোটর সাইকেলে চড়েছে গরু, ভিডিও ভাইরাল

প্রকাশিতঃ 9:46 am | May 31, 2019

কালের আলো ডেস্ক:

এক ব্যক্তি মোটর সাইকেলের সামনে গরু বসিয়ে নিয়ে যাচ্ছেন, এমন একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।

ভিডিও ক্লিপটি পাকিস্তান থেকে ধারণ করা হয়েছে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলিমেইল।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মোটর সাইকেলের সামনে একটি গরুকে কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন। এ সময় পাশ থেকে একটি কণ্ঠকে বলতে শোনা যায়, “কামাল, ইয়ে পাকিস্তানি জুগাড়”,

অপর একটি কণ্ঠকে বলতে শোনা যায়, “এ হলো পাকিস্তানি টাট্টু ঘোড়া”। এ সময় পথচারীদের কথা শুনে ক্যামেরার দিকে তাকিয়ে মোটরসাইকেল চালক হাসছিলেন।

তবে ভিডিওটি ভাইরাল হবার পর অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন। অনেকে আবার বিষয়টির সমালোচনা না করে পশু অধিকার নিয়েও কথা বলেছেন।

সালমান সিদ্দিকি নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি রিটুইট করে লেখেন, এতেই প্রমাণিত হয় যে পাকিস্তানে যে কোনো কিছু সম্ভব।

গৌরি চৌহান নামে অপর এক টুইটার ব্যবহারকারী অভিযোগ করেন, এটা অপব্যবহার। পশুটির কষ্ট অনুভব করুন। ওপরওয়ালা পশুটাকে রক্ষা করুক।

ভিডিও

কালের আলো/এনও/এমএম