ময়মনসিংহে মধ্যরাতে রহস্যজনকভাবে যুবলীগ নেতা রাসেল খুন

প্রকাশিতঃ 7:21 am | May 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে মধ্যরাতে রহস্যজনকভাবে খুন হয়েছেন জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩২)।

হত্যাকাণ্ডের ৩ ঘণ্টা পরেও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারা এ হত্যকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ এ সম্পর্কে কোন তথ্য দিতে পারছেনা।

সোমবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকার ডিফেন্স পার্টি কার্যালয়ের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত যুবলীগ নেতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতে কে বা কারা তাকে খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিহত রাসেল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগের বর্তমান আহবায়ক কমিটির কার্যকরি সদস্য।

কালের আলো/ওএইচ