শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে: এ্যানি

প্রকাশিতঃ 5:22 pm | August 02, 2025

লক্ষ্মীপুর প্রতিবেদক, কালের আলো:

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের মধ্যে পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদের ব্যথিত ও আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই—স্বাভাবিকভাবেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এ কথা বলেন। লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ্যানি বলেন, সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, এমনকি হেলিকপ্টার থেকেও শিশু বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তারপরও সারা দেশের সব যোদ্ধারা এক হয়ে, ঐক্যবদ্ধভাবে থাকতে পারছি না একটি বছরের মাথায়? এটা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।

রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি বা আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত হবেন? আসুন, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, হাসিনার দৃশ্যমান বিচার এখনও হয়নি। তার নির্দেশেই গুম-খুন হয়েছে। হেলিকপ্টার থেকে খুন করা হয়েছে। হাজার হাজার মানুষ হয়েছে নির্যাতিত ও রক্তাক্ত। তাকে ক্ষমা করার সুযোগ নেই। যদি অন্তর্বর্তী সরকার দ্রুত বিচারের ব্যবস্থা না নেয়, আমি আপনাদের অভয় দিতে চাই—আগামী দিনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার হবে বিএনপির নেতৃত্বে—তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অধীনে। আমরা হাসিনার বিচার নিশ্চিত করব।

সভায় সভাপতিত্ব করেন লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান এবং সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

কালের আলো/এএএন