অসুস্থ ডাক্তারের হাতে স্যালাইন, তবুও দেখছেন রোগী

প্রকাশিতঃ 11:30 am | May 10, 2019

কালের আলো ডেস্ক:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাজী আব্দুল্লাহ মারুফ। নিজে অসুস্থ, তবু রোগী দেখা বন্ধ করেননি। হোটেলের খাবার খেয়ে বিষক্রিয়ার শিকার হলেও রোগীর সেবা দেওয়া বন্ধ হয়নি তার।

‘বাংলাদেশ মেডিকেল সংবাদ’ নামের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লিখা হয়েছে, এ ধরণের ছবি হয়ত শুধু বাংলাদেশেই সম্ভব। অনেকে এই ডাক্তার সাহেবকে বাহবা দিলেও এটা আমাদের হেলথ সেক্টরের দৈন্যতার একটা চিত্র। এমন অসুস্থ অবস্থায় তাকে রিপ্লেস করার মতো অন্য কেউ এভেইলেবল নেই। অগত্যা এক হাতে স্যালাইন আর অন্য হাতে কলম।

তারা আরো লিখেছে, ইউএইচএফপিও ছাড়া ১১ জন মেডিকেল অফিসার থাকার কথা। আছেন ৩ জন। একজন ফ্রাকচার হয়ে ছুটিতে, একজন আর এম ও এর দায়িত্বপালন করছেন। আরেকজন আমাদের এই বন্ধুটি। সকালের ডিউটি বাদেও সপ্তাহে কমপক্ষে চারদিন ইমার্জেন্সি দায়িত্ব পালন করতে হয়৷

ইএমও এর কোনো পোস্ট অর্গানোগ্রামেই নেই। শিশু কন্সাল্টেন্ট একজন আছেন উনি আউটডোর পেশেন্ট দেখেন। সুইপারে সংখ্যা অপ্রতুল। রোগীর সিরিয়াল মেইনটেইনের মতো পর্যাপ্ত এমএলএসএস পর্যন্ত নেই। নিজেই টিকেট জমা নিয়ে নাম ডেকে ডেকে রোগী দেখতে হয়!

‘ডাক্তাররা এত আশা নিয়ে সরকারি চাকরিতে এসেও কেন তথাকথিত গ্রামগুলোতে থাকতে চান না এ প্রশ্নের উত্তর দেবার কি আর দরকার আছে?’

কালের আলো/ডিআর/এমএম