কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান
প্রকাশিতঃ 3:17 am | May 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
বৃহস্পতিবার(৯ মে) বিমান বাহিনী প্রধান এ ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এর উন্নয়ন তথা কক্সবাজার বিমান বন্দরের সম্প্রসারণে বিমান বাহিনীর সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে তিনি মেয়র, জেলা প্রশাসকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করেন।
বিমান বাহিনীর পরিচালন কার্যক্রম বৃদ্ধিসহ বিমান বন্দরের বহিঃনিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এসময় বিমান বাহিনী প্রধান এই বিমানবন্দরটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি ২০২০-২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের বিষয়েও মতবিনিময় করেন।

কালের আলো/এনএ/এমএম