মিয়ানমার থেকে ১৭ যাত্রী নিয়ে ফিরল বিশেষ ফ্লাইট

প্রকাশিতঃ 10:51 am | May 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

দুর্ঘটনার কবলে পড়া বিমান মিয়ানমার থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ১৭ যাত্রী। তবে এর মধ্যে ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানের কেউ নেই বলে জানিয়েছে বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।

যদিও গতরাতে বিমান কর্তৃপক্ষ বলেছিল দুর্ঘটনাকবলিত বিমানের আহত যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ এই ফ্লাইট ইয়াঙ্গুন যাচ্ছে।

কিন্তু সেই তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।

বৃহস্পতিবার(৯ মে) ভোররাত সাড়ে চারটার দিকে ড্যাশ-৮ কিউট-৪০০ বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ। বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন।

৩০ জন আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন।

এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়।

পরে দুর্ঘটনার কবলে পড়া আহত যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে মিয়ানমার যায় বিমানের বিশেষ ফ্লাইট ড্যাশ-৮ কিউট-৪০০। রাত ১১টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে ফ্লাইটটিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

কালের আলো/এএ/আরএম