আজ ফেনীতে পদযাত্রা করবেন জুলাইয়ের নায়করা

প্রকাশিতঃ 1:25 pm | July 21, 2025

ফেনী প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনী আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার (২১ জুলাই) বিকেলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে পথসভা এবং ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখবেন।

ইতোমধ্যেই কর্মসূচি সফল করতে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক পার্টির সংগঠক এহসানুল মাহবুব জোবায়ের জানান, আজ সকালে খাগড়াছড়ি থেকে রওনা হয়ে বিকেলে ফেনীতে পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই যোদ্ধাদের ফেনীতে এই পদযাত্রা ও পথসভাকে সফল করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিত আলম, নাসির উদ্দিন পাটোয়ারী ও দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বক্তব্য রাখবেন।

পদযাত্রা ও সমাবেশ সফল করতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ফেনী জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কালের আলো/এমডিএইচ