যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
প্রকাশিতঃ 3:18 pm | July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) দেশের তৈরি পোশাক খাতে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮৪ শতাংশ বেশি। আগের বছর এ খাতের মোট রপ্তানি আয় ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি বৃদ্ধি৯তে বড় ভূমিকা রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বাজার। নতুন বাজারগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি বেড়েছে। সমাপ্ত অর্থবছরে ইইউভুক্ত দেশগুলোতে মোট ১৯ দশমিক ৭১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা বাংলাদেশ থেকে মোট পোশাক রপ্তানি মূল্যের ৫০ দশমিক ১০ শতাংশ। এ বাজারে রপ্তানি বৃদ্ধির হার ৯ দশমিক ১০ শতাংশ। ইউরোপের বড় বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জার্মানিতে ৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৩ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা মোট রপ্তানির ১৯ দশমিক ১৮ শতাংশ। কানাডায় প্রবৃদ্ধির হার ১২ শতাংশেরও বেশি। তবে যুক্তরাজ্যে রপ্তানি কিছুটা ধীরগতি ছিল। গেল অর্থবছরে মাত্র ৩ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজারেও অগ্রগতি আছে। পোশাকের নতুন বাজারে মোট ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬১ শতাংশ।
কালের আলো/এসএকে