ত্রিপুরায় গেল হাঁড়িভাঙা আম, ফিরতি উপহার এলো আনারস

প্রকাশিতঃ 2:12 pm | July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। বিনিময় উপহার হিসেবে ত্রিপুরা থেকে সরকারের জন্য এসেছে রসালো কুইন জাতের আনারস।

শুক্রবার (১১ জুলাই) ভারতের সহকারী হাইকমিশন, সিলেটের ফেসবুকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপহার হিসেবে ৩০০ কেজি জনপ্রিয় হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন। বিনিময়ে, ত্রিপুরা বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

কালের আলো/এসএকে