দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা

প্রকাশিতঃ 9:19 am | July 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শুক্রবার (১১ জুলাই) দুপুরের মধ্যেই দেশের চার জেলায় ঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

সকালেই একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই দমকা হাওয়া আসতে পারে। সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

এ জন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ