মিরপুরে চাঁদাবাজ ‘জুম্মন’ আটক

প্রকাশিতঃ 12:00 am | July 11, 2025

রাজধানীর মিরপুর এলাকার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আলী থানার অন্তর্গত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে মুহাম্মাদ জুম্মন (৬৮) নামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটক মুহাম্মদ জুম্মনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাকে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

কালের আলো/ডিএস/এমএম