এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি
প্রকাশিতঃ 9:46 pm | July 09, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশ সংক্রান্ত কল রেকর্ড ফাঁস প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার ( ৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে বিট্রিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনটি শেয়ার এক পোস্টে তিনি বলেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। এই কল রেকর্ড উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।
বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে বিষয়টি প্রকাশ্যে আনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কালের আলো/এসএকে