সাবেক ১২ সচিবদের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অনুসন্ধান শুরু

প্রকাশিতঃ 7:48 pm | July 09, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

নীতিমালা ভঙ্গ করে ধানমন্ডির ৬/১ ঠিকানায় সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্ব টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক নাহিদ ইমরান।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মে এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে দুদক।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে সড়ক ৬/১ এর ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএকে