লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ

প্রকাশিতঃ 7:45 pm | July 09, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

লক্ষ্মীপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এতে ভোগান্তিতে রয়েছে স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থী ও কর্মজীবীরা।

বৃষ্টির পানিতে লক্ষ্মীপুর পৌরসভার পিটিআই মোড়, সমসেরাবাদ, কলেজ রোড, জেবি রোড, বাঞ্ছানগর, লাহারকান্দি ও মজুপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই সব এলাকায় রাস্তাঘাট ও বাড়ির আঙিনায় জমে রয়েছে পানি। এতে চলাচলে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ভোগান্তি নিয়ে যাতায়াত করছে মানুষ।

পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পথ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকে।

দ্রুত নালা পরিষ্কার করে পানি অপসারণ না করলে দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে। পৌরসভার পক্ষ থেকে দ্রুত ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ করা হলে তারা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

এদিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর ও লাহারকান্দি গ্রামের কয়েকটি রাস্তা পানিতে ডুবে গেছে। পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ভোগান্তি নিয়ে যাতায়াত করছে পথচারীরা।

এ দুই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, স্বাধীনতার পর থেকেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত, অবহেলিত রয়ে গেছে। এ রাস্তাগুলোর বেহাল অবস্থা। খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও পূর্ণিমার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।’

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলা শহরসহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে দ্রুত ড্রেন পরিষ্কার করে পানি সরানোর কাজ চলছে। আমরা বৃষ্টির আগেও রহমতখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম করেছি। ভবিষ্যতে জলাবদ্ধতা যেন না হয়, সে জন্য আশপাশের খালগুলো পরিষ্কার করার কাজ চলছে।’

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, ‘টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত পানি সরানোর কাজ চলছে। এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভাসহ প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, মাসজুড়ে খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। যাতে পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের আলো/এএএন